ক্ষণ বিগত হলে কি সব কিছু করা যায়?
কৌশলে-ক্ষমতার জোরে বা অহমিকায়!
মুক্তিযুদ্ধের চেতনা কাদের হৃদে বহমান?
উত্তরসূরী তারা, যারা হিতৈষী-চরিত্রবান।
কোথায় গেলো সেই কালজয়ী অঙ্গীকার?
যে চেতনায় মুক্তিযোদ্ধা দিয়েছিল হুঙ্কার!
হয়েছিল উদ্বুদ্ধ-আত্মত্যাগে উদ্দীপ্ত দুর্বার,
দেশপ্রেমিকেরাই করেছিল শত্রু ছারখার।


এখন যে বড় কথা বলে, ছিলো কোথায়?
মধুর লোভে! দস্তুরি করো নানান প্রথায়!
খুশি মনে তেলবাজি কর, নিত্য-অহর্নিশ!
যার ছিল ঢের অজুহাত, সেই নাকি বীর!
চেতনার পাত্রে! আপন স্বার্থে ঢালো বিষ!
সেই নাকি জাল! যে বাজি ধরেছিল শির।