আমার মাঝে আমি নাই!
নিরন্তর হারিয়ে যাই
দিগন্ত ছোঁয়া আকাশের শূন্যতায়!
দিবানিশি স্বপ্ন দেখি-
খুঁজে ফিরি প্রশান্তির ঠিকানা!
অথচ, শুধু পাই অম্লস্বাদ!


আলেয়াকে আলো ভেবে
ছুঁয়ে দেখি বিষাক্ত পান্ডুলিপি!
তাই মিছিলে আসে অবসাদ!
আমি মুক্তি চাই অরণ্য থেকে;
যেখানে শুধু প্রহসন করে খেলা,
লোভ-মোহ আছে বলেই
প্রিয়জনও পায় অবহেলা!

যে জমিনে মানবতা নেই!
নেই জীবনে শান্তির নিশ্চয়তা,
অথচ কারো হাতছানি অনুভবি;
নিজের অজান্তেই বলে উঠি,
ক্ষমা করো হে  প্রিয় জন্মভূমি।