গুণগুলো সব হারিয়ে ফেলে
কলঙ্ককে করেছো সঙ্গী!
অপবাদ দিতে চৌকস তুমি
মানো না নিজেই ঢঙ্গী!


সত্যকে দেখো সুন্দর চোখে
মিথ্যাকে তাড়াও দূরে,
নিজের ভালো বুঝতে শেখো
প্রশান্তি আসবে ফিরে।


অবনী থেকেও কিছুটা শিখে
নিজেকে শুধরে নাও,
শূন্যকে তুমি শক্তি ভেবোনা
সত্যের সাহায্য চাও।


আসল-নকল ভাবিওনা এক
হৃদয়কে করো বড়,
অনন্তকালের মহামুক্তির তরে
বিধাতার পথ ধরো।