মৃত্যুর পরোয়ানা সাথে নিয়েই জন্মে প্রাণী সকল!
অতঃপর শুরু হয় বৈচিত্রময় সঙ্কটের আক্রমন!
বিভাজিত হয়ে মানুষ জড়িয়ে পড়ে নানা দ্বন্দ্বে!
শুরু হয় স্বার্থের নোংরা খেলার নিষ্ঠুর মহড়া!
কেউ কেউ খুঁজে পায় ক্ষমতার বলয়ের ঠিকানা,
কেউ বা বাকির খাতায় খুলে শান্তির হিসাব!
শক্তির সোপানে যারা চড়ে বসে অবলীলায়-
তারাই কোন কোন সময় হয়ে যায় নিপীড়ক!


তবে, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়! মাঝে মাঝে
বাতাসও ঘুরে যায়! ফুঁসে উঠে সাগরের ঢেউ!
আসে, উত্তাল রূপ নিয়ে প্রতিরোধের কঠিন সময়!
পাল্টে যেতে থাকে ক্ষণে ক্ষণে আর্তের বিচিত্র মন!
বিদিশা পঙ্গপাল হারিয়ে ফেলে খেই, প্রচন্ড হতাশায়!
পায় না খুঁজে আর মুক্তির নিরাপদ পথ, বিশ্বময়!