নিজের মাঝে লুকিয়ে ছিলে
দুয়ার ছিল বন্ধ,
হৃদয় ভরা জোছনা ছিলো
অঙ্গে ছিলো ছন্দ।


নিজের ভুবন ছেড়ে তুমি
এলে পরের ঘর,
শরম ভরা বাঁকা চোখে
চিনে নিলে বর।


নতুন দিনের শুরু যখন
রঙ্গে ছিলে মগ্ন,
মধুর মধুর স্বপ্ন নিয়ে
কেটে ছিলো লগ্ন।


আকাশ ভরা তারার মাঝে
তুমি ছিলে চন্দ্র,
সোহাগ ভরা হাসির বানে
ঝরছিলো সুগন্ধ।


আলতো করে ছুয়ে দিয়ে
ভাঙ্গলে রাতের ঘুম,
একটু খানি আদর পেতে-
পেতে সুখের চুম।