আজকের কিশোর, তরুণ, যুবক শোন;
সময় এখন তোমাকেই খুঁজে ফিরছে।
তুমি তো মুক্তিযুদ্ধ দেখোনি, অথচ, সে
আজ তোমারই দুয়ারে কড়া নাড়ছে।
এমন সুবর্ণ সুযোগ কেন তুমি করবে
অবহেলে পরিত্যাগ? তুমিও হতে পারো
নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, যারা গড়বে
স্বপ্নের সোনালি দেশ সুখের আভরণে।
স্বাধীন এ দেশকে মুক্ত রাখার তরে
পণ করো জনে জনে হাত রেখে হাতে,
কাঁধে কাঁধ মিলিয়ে পা চলুক রাজপথে
নতুন এক স্বপ্নকে জয়ের ছন্দতালে।
নতুন এক নিরাপদ বাংলাদেশ গড়ে
সৃষ্টি করো অনিন্দ্য সুন্দর ইতিহাস।
কান পেতে শোনো ওই অশুভ বার্তা!
এখানে লুকিয়ে আছে ধর্ষকের ঠিকানা!
দুর্নীতির বিস্ফোরণে থেমেছে অগ্রযাত্রা!
গর্হিত গুম-খুনের অভিযোগ মিথ্যে নয়;
নির্ঘুম রাতে জননী, বধুরা কাঁদে নীরবে!
ভাইয়ের অভাবে বোন ঝরায় অশ্রুজল-
কষ্ট গুলো লুকিয়ে রাখে হৃদয়ের মাঝে!
শকুনের অগ্নি চোখ ভষ্ম করে দিতে চায়
জীবনের আল্পনা গুলো ছিল যত আঁকা!
বাধার প্রাচীর হয়ে দাঁড়াবো শক্ত করে
সারাদেশের রাজপথে নিত্য সকাল সাঁঝে।
মজলুমের রুদ্র রোষে ভেঙ্গে যাবে শৃঙ্খল;
জাগরণের আহবানে ঘটে যাবে উত্তরণ,
প্রতিকুলতা রুখে দিয়ে বজ্রনিনাদ তুলে
শীর্ষে উড়িয়ে দাও জাতির বিজয় কেতন।