ব্যথা ভরা এই মনে, ঝড় উঠে ক্ষণে ক্ষণে
দুই চোখে ঝরে কত অশ্রু!
যখন প্রাণবন্ত হয়, ফেলে আসা সব স্মৃতি
ভিজে যায় শ্বেতকায় শ্মশ্রু!


সবারই কষ্টের কারণ! ভাবছে না দায় কার
ইচ্ছেমাফিক বাহাদুরী করে!
লৌকিকতার চাদর খুলে হুঙ্কার দিতে দিতে
দুর্বলকে বেশি বেশি মারে!


আখেরী এ জামানাটা জালিমের দখলে রবে,
মজলুম হবে আরো অক্ষম!
ধারালো প্রভাব নিয়ে দাপিয়ে বেড়াতে গিয়ে
দেখাবে সে কতটাই সক্ষম!


বেপরোয়া মনোভাবে মানবিকতা ভয়ে কাঁপে
পেরেশানি এসে ধরে জাপটে!
হতভাগা কেঁদে মরে! কে তারে কদর করে!
দানের বেলায় সবই কিপটে!


ভঙ্গুর দর্শনের প্রভাবে জালিম করে নিপীড়ন,
প্রকাশ পায় সমাপ্তির আভাস!
তাই তো জাগ্রত হয় নবতর উদ্যমে মজলুম;
বিজয়ের আশায় করে উল্লাস।