এখনো স্বপ্ন দেখি প্রকৃত সৌন্দর্যের,
সেই কবে দেখেছিলাম পূর্ণিমা চাঁদ;
তখন হৃদয়ে ছিলো অফুরন্ত আবেগ-  
আজো আছে তার ছিটেফোঁটা বাকি।

এরই মাঝে বদলে গেছে স্বপ্নের রঙ,
কিছুটা বিবর্ণ হলেও, হাতছানি দেয়;
ইশারায় কি যেন বলতে চায়, শেষে
চুপি চুপি বলে এসে ভালো আছোতো?


আকাশে তখনো জমতো কালো মেঘ!
তখনো ঝরতো, অঝোর ধারায় বৃষ্টি;
দেউড়িতে বসে পলকহীন দু’টি চোখে
দেখেছি প্রকৃতির সৌন্দর্য হাজার বার।


জীর্ণ হলেও গাছটি স্মৃতির ইশাদী হয়ে
আজো খ্যাতিমান প্রীতির আকুতি নিয়ে,
এখনো ইচ্ছে হয়, বসি গিয়ে মহুয়াতলে
যদি ফিরে পাই সেই ঘ্রাণ, দিগন্ত জুড়ে।