এঁকে বেঁকে চলে চিন্তার জগতে উদাস মন;
যেমন চলে পেরিয়ে সাগর-নদী বা পর্বতে,
মেলে দেয় ডানা অজানার পথে অবসরে!
কি এক নেশায় যেন ছুটে চলে দেশ-মহাদেশ!
নিজের অজান্তেই ভাবনারা জুড়ে বসে অন্তরে।
ক্ষণে ক্ষণে হৃদয় হারিয়ে যায় নিসর্গ মাঝে;
পৃথিবীর বাঁকে বাঁকে দেখে আসে ঘুরে ঘুরে
জানে না কেউ, দেখে না কেউ প্রান্ত জুড়ে।


আপন মনে ছন্দে ছন্দে-কল্পনায় উড়ে চলে-
স্বপ্নিল সীমানা ছেড়ে পাখির মত নীলাকাশে;
নীরবে-নির্জনে আঁকে কত আল্পনা মনের মাঝে,
পার করে শয্যায় বিনিদ্র রজনীর বিলাসী প্রহর-
ক্ষণিকের অভিলাষ ভেসে উঠে মনের ক্যানভাসে!
অথচ, সবই ভুল! অকারণে বেলা যায় চলে!