প্রকৃতির উদার ভালোবাসায় স্বপ্নরা জন্ম নেয়;
কলমের ডগায় নাচে প্রেমকাব্যের নন্দিত ছন্দ,
মোহনীয় শব্দের আবেগী নিবেদন ছড়ায় সুগন্ধ
সাথে আঁকে আল্পনা রংধনুর রঙে, সুখ নিদ্রায়।


বিলাসী ভাবনাগুলো ভীড় করে সকাল-সন্ধ্যায়;
রজনী খুঁজে ফিরে, আলোকিত জোছনা সানন্দে,
উত্তপ্ত হৃদয়ে হাসে পুলকিত প্রেম! পূর্ণ আনন্দে
বিনিদ্র নিশিতে, শান্তি ডানা মেলে রজনীগন্ধায়।


সুপ্ত বাসনা, বিকশিত হতে থাকে নান্দনিকতায়;
হৃদের আলাপনে সাড়া দেয় প্রিয়জন মধুমিলনে,
কালজয়ী কাব্য অন্তর জুড়ে থাকে শয়নে-স্বপনে
ইচ্ছে করে, নবরূপে সাজাবো কানন বিনম্রতায়।


নীরবে রাত দিনে নাচে মন ক্ষণে ক্ষণে শয্যায়;
কি এক আবেশে উদাসী হাওয়া এসে অনবরত
পাগল করে মন, উতলা হয়ে উঠি নিত্য-নিয়ত,
রাঙা ঠোঁট কিছু বলতে চেয়েও পারেনা লজ্জায়!