যেখানে ঘুরতে গেলে হারিয়ে যায় দুঃখ-ব্যথা!
গিরির খাঁজে খাঁজে, আবাস গড়েছে স্বীয় প্রথা!
দীর্ঘ সড়কের মাথায় তাকালেই মন ভরে যায়!
শুভ্রবরফে ঢাকা কত উঁচু উঁচু গিরিশৃঙ্গের সারি!
এমন সুন্দর দৃশ্য বলো আছে কি কোন দেশে?
স্বচ্ছ সরোবরে অথৈ শান্তজল, অধীর করে মন!
প্রাঁজল জলের তলে খুঁজে পায় নয়ন কত কিছু!
সুরঙ্গের গভীরে হারালে দেহ প্রকৃতির আড়ালে
হায়! পাহাড়ি অঞ্চলগুলো কিভাবে কাছে টানে!
কোথা থেকে প্রেম এসে হৃদয়ে জাগায় শিহরণ!
পর্যটকদের মুখফসকে বেড়িয়ে যায় এ্যমেজিং!
কেমন করে যে ফুরায় তাদের, আনন্দঘন দিন!
আল্লাহ্ এঁকেছেন ঘাসের পাহাড় সবুজাভ রঙে!
নেই যেন তার কোনই তুলনা, তাই বাড়ে ঋণ!