জান্নাত যে কত সুন্দর হতে পারে-
আল্লাহতা’লা তার কিছু নমুনা দেখান দুনিয়ায়!
পৃথিবী যে কত সুন্দর, ভ্রমণে না গেলে বোঝা মুস্কিল।
আর তখনই আন্দাজ করা যায় আল্লাহ্’র কুদরত!
যে কেউ অভিভূত না হয়ে পারবে না, পারবে না
মহান স্রষ্টার প্রতি শির অবনত না করে!
সত্যিই, তিনিই শ্রেষ্ঠ, মহান কারিগর বিশ্বময়!
মানুষ হয়ে যায় ভাষাহীন, নির্বাক প্রতিটি স্থাপনায়!
প্রকৃতিকে তিনি সবার তরে করেছেন কতটাই উদার!
যারা দেখেছে বিশ্বকে ঘুরে, তারাই বড় ভাগ্যবান!
মনোলোভা পৃথিবীটা তাদের কাছেই দৃশ্যমান-
তাদের কাছেই নান্দনিক, যাদের আছে কাব্যিক প্রাণ!
পর্বতচূড়ায় বসে মেঘের মেলা, আহা! কি স্বপ্নময়!
এমনই অপরূপা, যাকে নিয়ে কবিতা লিখা যায়।