ছোট ছোট পরিপাটি শহরগুলো কি যে সুন্দর!
বোঝানো যাবে না বলে, কাউকে হাজার বার!
শত শত ঝরণা ছড়িয়ে-ছিটিয়ে আছে সবদিক;
সবুজ পাহাড়ে ঘেরা কত সব চিত্তাকর্ষক নগর।
অপ্রশস্ত পিচঢালা পথে, চলে শুধু একটা গাড়ি,
বিপরীতমুখী গাড়ি থেমে, যাবার সুযোগ দেয়!
আহা! কি দৃশ্য দেখে হৃদয় জুড়ায় পর্যটকদের,
পুরী তো নয় ক্যানভাসে আঁকা কোন স্বপ্নাবাস।
কেমন একটা রোমান্টিক চারু-অবকাশ কেন্দ্র!
প্রতিটি স্থানই যেন এক-একটা পিকনিক স্পট!
পার্শ্বদেশ দিয়ে বয়ে চলে সশব্দে পাহাড়ি ঝর্ণা!
সবুজের সমারোহে হারিয়ে যায়, আবেগী হৃদ!
সারিসারি দামী গাড়ি দাঁড়িয়ে আছে পথ পাশে
নির্দ্ধারিত পার্কিং অঁচলে-অলস ভঙ্গিতে নীরবে।
সমাপ্ত হলে অবকাশ যাপন, ফিরবে আবাসনে।