কে শুনে আমার ভোঁতা কলমের তেতো আলাপন;
বনের তোতা পাখিও হেসে বলে ভীষণ জ্বালাতন!
আমি বিপরীত বচন বলে, নষ্ট করি সকলের ক্ষণ;
তবুও শুকনো হাসি হেসে চালিয়ে যায় আয়োজন।


আমি বলি নবীর বাণী, অনেকেই করে কানাকানি!
কত কিছু বলে করে কটাক্ষ! নীরবে সবকিছু মানি;
আমি বলি দাজ্জালের কথা, অনেকের লাগে ব্যথা!
তার দুই হাতে রইবে স্বর্গ-নরক, বলে মিথ্যা কথা!


কেউ কেউ মরুর বেজন্মা বলে, খুনের হুমকি দেয়,
মানে না সে, হেরার জ্যোতি এখনো আলো ছড়ায়।
বলে, বিজ্ঞানে স্বজ্ঞান মানুষ, স্রষ্টা বলে কিছু নেই!
পশুই নাকি মানুষের আদি প্রজন্ম! মানে অনেকেই!


এখন বেড়েছে বেলা বেকার জীবন, তাই নেই ভয়;
মৃত্যু সবার তরেই প্রজোয্য, পারবে না করতে জয়,
এপারের কষ্টের বিনিময়ে আসে যদি ওপারে শান্তি,
তবেই জীবন সার্থক, ভেবে নিবো, ছোঁয় নাই ভ্রান্তি।