আততায়ীর মত আত্মা জুড়ে
জেঁকে বসে আছো মৃত্যুর উপসর্গ হয়ে!
অথচ, বাণী ছিল মুক্তির স্বপ্নিল উপহার!


আমি খন্ডকালীন উজবুক হলেও
তোমার ভাবনাগুলোকে আত্মস্থ করার
আপ্রাণ চেষ্টা করি, যদি তোমার তরে
ভালো কিছু করতে পারি, এই ভেবে!
কিন্তু তুমি আত্মা বিক্রী করে বসে আছো
জমিনের স্বর্গমোহে প্রতারণার শিকার হয়ে!


আমি বিস্মিত হই তোমার পরিচয়ের ঝলকে!
অথচ, তুমি নির্বিকার থাকো ভুলে ইতিহাস!
তোমার বিকৃত স্বপ্নগুলো ব্যঙ্গ করে সত্যকে!
সময়কে তুচ্ছ ভেবে ভুলে যাও অঙ্গীকার!


তুমি জেনেও না জানার ভান করো নিরন্তর!
অকারণেই অবজ্ঞা করো পরিণতিকে দম্ভভরে!
মনে রেখ, সময় ছাড় দিলেও ছেড়ে দিবে না;
সময় থাকতে বুঝলে তুমিই হতে সবার প্রিয়।