চেতনার বহ্নিশিখা উদ্ভট ফানুসে চড়ে
হাওয়ায় উড়ে বিদ্ধ করে স্বর্গ-মর্ত্য -আন্তঃলোক,
কখনও হুমড়ি খেয়ে নেতিয়ে পড়ে দূর্বাঘাসে
স্বীয়বাদীর শুভার্থীরা যৌথ ভাষায় জানায় শোক!


শিঙ্গা যদি বেজেই ওঠে দ্রোহের পর
প্রলয় এসে চূর্ণ করবে এক পলকে সর্বলোক,
মাতুলের ফরফরানি কচকচানি হবেই শেষ;
থাকবে না আর বিশ্বজয়ের গল্প বলার বেজায় ঝোঁক।


ছিন্ন পাতার টুকরো হয়ে ঘূর্ণিঝড়ে উড়বে ধন;
গর্ব সেদিন খর্ব হবেই অহম প্রিয় বর্ণালীর,
দস্যিবাদের চোখ রাঙানী মানবে না আর কেউ তখন
তখতে তাউস উল্টে যাবে, থাকবে না আর রাজরানীর।


এমনি করেই হারিয়ে যাবে জ্ঞান গরিমার বিশ্বকোষ
সেদিন সবই প্রকাশ পাবে, কার কি পুণ্যি কার কি দোষ।