চোখ-কান খোলা রেখে থেকো সাবধান
টালমাটাল বিশ্ববাসী আজ চায় সমাধান;
কখন, কোথায়, কেন, কি হচ্ছে জানো?
চিন্তার মূলে প্রবেশ করে স্রষ্টাকে মানো।


ঝড়-ঝঞ্ঝা, হেঁয়ালী বন্যা, করেছে হতাশ
পঙ্গপালের আঘাতে ধ্বস্ত, সাথে ভাইরাস!
তুষারপাতের নতুন রেকর্ডে দেখি উচ্ছাস
কোথাও বা দাবানলে জীবজন্তু পুড়ে লাশ!


অবিরাম ভূমিকম্পে ধ্বংস হচ্ছে বেশুমার
স্বার্থের সংঘাতে কেউবা দিচ্ছে রণ হুঙ্কার!
মানুষ মারতে শত্রুরা করে অস্ত্র আবিস্কার
অস্ত্রের জোরে হত্যা করে পেয়ে যায় পার!


আকস্মিকভাবে গর্ত সৃষ্টি কিংবা ভূমিধ্বস!
খরায় পুড়ছে শুষ্ক মাটি, জমিনে নেই রস!
আগ্নেয়গিরির-অগ্ন্যুৎপাতে মানুষ হয় বিবশ
ঈমান হারিয়ে হয়েছে কেউ উন্মাদ-রাক্ষস!


এমতাবস্থায় মার্গে নেই মানুষের কোলাহল
পতনের ভয়ে কারো দুই চোখে ঝরছে জল!
হচ্ছেটা কি? মানব-প্রকৃতি কেন নির্মম-খল?
ভুলে যায় বাঁচার-আগ্রহ, উৎপীড়িতের দল।