বিশ্বযুদ্ধের ড্রামায় ক্রমেই ছড়িয়ে পড়ছে উত্তেজনা!
কে-কার পকেটে যাবে চলছে নীরবে মৌনী মিশন!
কলকাঠি নাড়ে পাপীর ভৃত্যগণ! নিয়ে বৈরী ভিশন!
কখনো ভয়-ভীতি-ব্ল্যাকমেল, কখনো বা প্রলোভন!
বিন্দু থেকে শুরু করে ভয়াল বৃত্ত গড়তে ওরা ব্যস্ত!
মজুদ গড়ে তুলছে নিজের পক্ষে সাধ্যমত মারণাস্ত্র!
নগ্নশিশুও জানে, যুদ্ধ মানেই ধ্বংস! শবের মিছিল!
দুর্ভিক্ষ-মহামারী! জনপদ হবে নিয়ত রক্ত পিচ্ছিল!


বিশ্ব আজ বসবাসের অযোগ্য, হয়তো কমবে দুর্বৃত্ত!
আসবে পরিশেষে, অল্প সময়ের তরে সত্যের মিত্র।
চলবে কিছুদিন শান্তিহালে, খুশি হবে সব জগতময়;
পুনরায় ভুলে যাবে মানুষ বিশুদ্ধতা আসবে অবক্ষয়!
সূচনা হবে অশ্লীলতার সুনামী! থাকবে না শিষ্টাচার!
স্রষ্টার ক্রোধে বিধ্বস্ত হবে সৃষ্টি, শেষে চূড়ান্ত বিচার।