প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে পৃথিবীর দৃশ্যপট!
বিজ্ঞানের তথাকথিত কারিশমায় পরিবেশ ধ্বংসের দ্বারে!
মানুষের মূল্যবোধের ক্ষয়িষ্ণু অবশেষ ধিকি ধিকি জ্বলছে!
উত্তরণের মনগড়া অতিকথনের সলিল সমাধি হয় সাগরে!


যদিও মহা প্রলয় নয়, তবুও প্রলয় তো চলছে বিশ্বজুড়ে;
মহা প্রলয় শুরু হলে অবাধ্যরা পরাজিত হবে প্রচণ্ডভাবে!
পাল্টে যাবে সবার হিসেব, পাল্টে যেতে চাইবে নিজেরাও
কিন্তু সে সুযোগ থাকবে না আর, সবাই যে ধ্বংস হবে!


আকাশমন্ডলী তুলোর মতই উড়বে বাতাসে বিচিত্র ভাবে
জমিনও চূর্ণ হবে নির্মমভাবে, ভাবিনি যা বোকা জনগণে!
মিটে যাবে পেরেশানি নিথর হবে প্রাণের স্পন্দন চিরতরে
পুনরায় উত্থিত হবে সবে উলঙ্গরূপে, চূড়ান্ত বিচার দিনে।