এখনো সেখানেই দাঁড়িয়ে আছি,
যেখানে মারতে নিয়ত ছোবল!
মজলুমের নিঃশ্বাসকে নিঃশেষ করা যায়,
কিন্তু, বিশ্বাসকে কেড়ে নেয়া বড়ই কঠিন!
কারণ, বিশ্বাস যার যার আস্থার প্রতীক;
যা, আলোকিত করে দেয় মুক্তির পথ।
যুক্তি দিয়ে ভক্তিকে বিতর্কিত করা যায় না,
কারণ, ভক্তি এমন এক দুরন্ত শক্তি-
যার কাছে হেরে যায় পার্থিব পতনের ভয়।