বদলে গেছে চরাচরের
অলি গলি রাজপথ,
বদলে গেছে জীবন ধারা
হেরে গেছে জনমত!  


প্রতিশ্রুতির সিড়ি ভেঙ্গে
জ্বালালে স্বপ্নদীপ,
আলোকিত করবে বলে
পোড়ালে বদ্বীপ!


সবুজ গালিচা ভিজে উঠে
আদমের লাল খুনে!
ইঁদুর-বিড়াল খেলা দেখে
খলেরা মজা গুনে!


পাড়া-পড়শী গুমরে কাঁদে
স্বজনের অন্তর্ধানে,
ব্যঙ্গের হাসি হাসে শৈতান
সত্য লজ্জা মানে!


পূর্ব পশ্চিমের রাজা-বাদশা
খামচে ধরেছে ধ্বজা!
চাঁদ-তারা সব অহমিত হয়
জোনাকীরা পায় সাজা!


যোগানদারদের গতর চুঁয়ে
আনন্দ ঝরে পড়ে!
দু’ঠোটে তাদের দুষ্টুর হাসি
ধর্ষিতা কেঁদে মরে!


শৃগালের সাথে হায়েনারা
ভিড়েছে একই দলে!
অসহায় হরিণীর আর্তনাদ
উপভোগ করে ছলে!


বদ্বীপবাসী হারাইবে বুঝি
আবারো স্বপ্নাবাস!
শৃঙ্খলাবদ্ধ হয় বুঝি জাতি
রবে না মুক্তাকাশ!