নষ্ট মানুষের আমি কিছু হতে চাই না;
যার মাঝে বাস করে ঘৃণা আর ঘৃণা!
যার মাঝে চাষ হয় অসত্য প্রতিদিন
যার মাঝে জিঘাংসা করে আনাগোনা!


বরেণ্য বলে আর পৃথিবীতে কেউ নাই!
গলিত লাভার সাথে মিশেছে হয়ে ছাই,
চারিদিকে অপরাধী! কার হবো অনুসারী
প্রজন্ম হয়ে গেল ঘরে ঘরে অভিসারী!


হায়রে ভালবাসা! জরায়ুর স্বাধীনতা!
নানা অজুহাতে হারায় পাক-পবিত্রতা!
ধর্ষক আব্রু লুটে! স্বপ্ন নিমেষে টুটে!
ধোঁকা খেয়ে নরকের পথে ওরা ছুটে!


তবু যেন হুঁশ নেই, ধরেছে মোহকেই!
নামী-দামী হতে চায়, জীর্ণ ধরাতেই!
এ যেন খেলা-ধূলা! হায়রে পথভোলা!
পলকে মিটবে সাধ, ডুবে গেলে বেলা।


পাপ-পুণ্যে হেলা-ফেলা! খবিশের চেলা!
পরতে পরতে অনাস্থা পাকিয়েছে দলা!
সেদিন দূরে নয়, পাবে বিচারের জ্বালা
বদলে যাবে দিন, আসবে শাস্তির পালা।