তখনো দাঁড়িয়েই ছিলাম জীবনের করিডোরে;
প্রত্যাশার অবশেষ! তখনো কিছুটা ছিল বাকি,
তাচ্ছিল্যের আঙ্গিনায় দু’টো স্বপ্নের চারা রেখে
হেঁটেছিলাম অচিন গাঁয়ের পথে জয়ের আশায়।
আকাশে মেঘ ছিল, ছিল বজ্রপাতের আশংকা!
বাড়ন্ত সাহসে ভর করে ছোঁয়ারও ইচ্ছে ছিলো
দূরের আকাশের কিছু মোহনীয় রঙিন তারকা।
দগ্ধ হৃদয় জুড়ে ছিল, বিরহের একবুক জ্বালা!


যদিও পাইনি খুঁজে! পথের সীমা ক্লান্ত দেহে!
তবুও সুখের নেশায় ছুটে চলি কি এক মোহে!
জানা নেই স্বর্গচূড়া! এখনো রয়েছে কত দূরে!
কারে কোন প্রশ্ন করে জেনে নিবো কোন্ সুরে;
জানি, ওরা চেয়ে আছে, আমারই পথের পানে
হে দয়াল সফলতা দাও সবার প্রত্যাশা পূরণে।