আমাদের অতীত ছিল, অপরিমিত কষ্টের,
সেই কথা নাই বা বলি বরং এড়িয়ে চলি;
দুখ যা আছে হৃদে, মনে পড়ে ক্ষণে ক্ষণে
আর যেন নামতে না হয়, বিচ্যুতির নীচে!  


ধনীরা সমাজপতি! জগতে ওরা খুব দামী;
জ্ঞাতির মাঝে নির্ধনরা বড়ই আপোষকামী,
চেয়ে থাকে মুখপানে যদি কিছু মিলে যায়
হারাতে চায় না ওরা কেউ লোভন সুযোগ।


ভুল করে ছুটেছি কত স্বপ্ন পুষে মনোমাঝে;
স্থপতি দিয়েছেন সাজা চাই না খেতে খাজা-
চাইনি কখনো রাজাসন, কিংবা হতে রাজা!
পূরণ হোক পার্থিব আশা, তাদেরই চিরন্তন।


আলেয়াকে আলো ভেবে, অগ্নি বুকে জ্বেলে
ছুটছি সত্যের সাথে, ভালোবাসা হবে বলে,
আমি সেই দ্যুতির নিকট  পেতে চাই শিক্ষা
যা দিয়ে গড়বো আমার, আসন্ন ভাগ্যলিপি।