পচন ধরলে বাঁচন নেই
উর্দ্ধ-নীচে নয় আলাগ!
চোরে চোরে ভাই ভাই!
মন মাঝে কালো দাগ!


শরমের নাইরে বালাই !
সর্বক্ষণ করে খাই খাই!
স্বপ্নের মাঝে বাস করে
বলছে ওরা, শুধুই চাই!


ছড়িয়ে পড়ছে পূতিগন্ধ!
দুনিয়াবাসী করছে ঘৃণা!
শোষণে মরে দুঃস্থ জনে
কেউ বোঝে সেই যন্ত্রণা?


মুক্ত মঞ্চে কালের কন্ঠে
উঠছে ওই দ্রোহের ঝড়!
সব দেখে, নীরবে হাসে-
মহান বিচারক, অধিশ্বর।