খাঁখাঁ করা রোদ্দুর
অলস ক্লান্ত দুপুর;
রোদেলা আকাশে নেই
এক ফোটা কালো মেঘ
ডাকে না আজ গুড় গুড়!


তোমাকে শোনাবো বলে
লিখেছি নতুন গান,
প্রকৃতি বিরূপ তাই
করে আছি অভিমান
কন্ঠে নেই যে মিঠে সুর!


পারো যদি এসো তুমি
পার হয়ে মরুভূমি
দু’গাঁয়ের মাঝের ওই চর,
পথ বড় বেশি নয়
তবু মনে হয় কত দূর!


আসে যদি রিমঝিম বৃষ্টি
হাসবে আবার যত সৃষ্টি,
ছুটে যাব তব পাশে
ভুলে সব অভিমান,
আবার পড়বে তুমি প্রেমের নূপুর।