বর্ষা এলেই সরষে দিয়ে ইলিশ খাবার ধুম!
জোয়ান-বুড়া সবাই বলে এবার দিবো ঘুম!
কখন থেকেই ঝরছে বৃষ্টি, ঝুম বরাবর ঝুম!
জননী এসে আদর করে খোকাকে দেয় চুম।


কেউ বসে লুডু খেলে, কেউ বা দাবায় ব্যস্ত;
মায়ের ডাক শুনে না কেউ, নয়রে ওরা ত্রস্ত!
বুড়োরা করে চুটিয়ে আলাপ, বিষয় ধর্মশাস্ত্র,
ভিডিও গেমে শিশুর ফাইট! নানান মারনাস্ত্র!


নগ্নশিশুগণ করছে লড়াই, কাদা মেখে গায়ে!
বড় যারা বকছে তারা বাত না শোনার দায়ে!
লে হালুয়া দেখে চার-ছক্কা, চুমুক দিয়ে চায়ে,
কুটনীতি প্যাচাল নিয়ে ক্যাচাল করে ভাইয়ে!


রাস্তা-ঘাটের বেহাল দশা! ছাতা ছাড়া ভিজে;
অলসেরা ক্ষতি জেনেও যায় না তারা কাজে!
ঘরের বধু গাও ভিজিয়ে, বাসনকোসন মাজে,
ধনীদের বৌ-ঝিয়েরা আয়নার সামনে সাজে!


তাই বর্ষা-বাদল কারো তরে, হচ্ছে আশীর্বাদ;
তাই তো তারা গানে গানে মিটায় মনের সাধ,
কারো আবার সর্বনাশ হয়! ভেঙ্গে নদীর বাঁধ!
কেউ বা খুঁজে বোকার মত মেঘের দেশে চাঁদ!