ফাগুন এলেই আগুন লাগে হৃদয়ের উদাসী বনে
বর্ণময় স্বপ্ন এসে কত আল্পনা আঁকে ক্ষণে ক্ষণে!
বসন্তের কল্লোলে মুছে যাক অসাম্যের ব্যবধান।
সবার হৃদয় মাঝে ছড়িয়ে পড়ুক প্রেমের ঘ্রাণ।
নব রঙে রঞ্জিত হোক লালিত সাধের যৌবন!
মধুর প্রত্যাশা পূরণ হোক, রঙ্গিন হোক মন।
বসন্ত কাননে যখন উন্মোচিত হয় প্রণয়ী হৃদয়
রঙিন জীবনের ভালোবাসা তখন স্বপ্ন করে জয়।
ফাগুনের আগুনে পুড়ে পুড়ে বসন্ত বাসন্তী হলে
হিমেল বাতাসও যেন উত্তাপ ছড়ায় সুপ্ত দিলে!  
চিরায়ত বসন্ত দুয়ারে এসে ছড়ায় নবত্বের ঝর্ণা
তাইতো বদলে গেছে আটপৌরে জীবনের ভাবনা!