বিবেকহীন মানুষ যখন সব বিকিয়ে দেয়
পরিশ্রান্ত বিবেকের হয় পরাজয়!
এমনি করেই পর্যায়ক্রমে সারা বিশ্বজুড়ে
সমাজ বিনষ্ট হয়, ঘটে বিপর্যয়!


যতটাই হোক না ওরা ডিজিটাল নাগরিক,
হৃদয় তাদের বড় নির্মম-নির্দয়!
সান্ত্বনা দেবার মত আর কেউ বাকি নেই!
এভাবে পেতে চায় তারা বিজয়!


প্রশান্তি মিলবে কি কারো আর কোনদিন!
ভুলের মাশুল দেবে আর ক’দিন!
তবে কি স্বপ্ন দেখা ছিল অপরাধ-অনর্থক!
কেউতো নয় এখন আর পরাধীন।


তবে কি নিপীড়িত হবে শোষিত চিরকাল?
প্রতিবাদী নির্বোধ? রবে না শির?
অবশেষে পরাজয়, বৃথা হবে ক্ষণ অপচয়?
দ্রোহীর মত শেষে হারাবে নীড়?