অসুস্থ বিশ্বের অস্থিরতা বাড়ছে পাল্লা দিয়ে প্রতিদিন!
উদ্ভাবিত বহুপদী মারণাস্ত্রের চলছে পরীক্ষা-নিরীক্ষা!
ব্যাধিযুক্ত মানুষেরা মানুষ মেরে পদক চায় নির্দ্বিধায়!
ঈর্ষা-মোহ আর ক্ষমতার লোভে হারায় তারা সহ্যতা!
এ এক বেদনার কথন! রক্তনেশায় বাড়ছে উন্মাদনা!
ক্ষতির মুখে দাঁড়িয়ে, হাসছি পিশাচের হাসি নিরন্তর!
ধ্বংসের আভাসে পুলকিত-অবিরত কি এক ফূর্তিতে!
সংকটেও জাগে না সম্ভ্রম সত্যের প্রতি আঁধার রাতে!


উন্মাদের মতই করি আচার! কোন কিছুতে নেই নিষ্ঠা
নিশ্চিত বিপদ জেনেও উল্টিয়ে দেখি না আগের পৃষ্ঠা!
অবজ্ঞার ভঙ্গিতে ডিঙ্গিয়ে যাই, নিয়মের সহস্র বিপত্তি-
কেউ নেই! যারা তুলবে সজ্ঞানে কোন রকম আপত্তি!
যদিও পরিশেষে হেরে যেতে হয় শাশ্বত বিধির কাছে;
তবুও চলছি আপন খেয়ালে সমস্ত কিছু অগ্রাহ্য করে!