নির্বাচন কাঁপাচ্ছে হবির টং দোকানঘর!
কতকজনে চায়ের কাপে তুলছে ঝড়!
চামচের টুংটাং আওয়াজ দিচ্ছে সঙ্গ;
চলছে সাথে বিতার্কিকের অঙ্গ!
অদ্ভূত ভঙ্গিতে কেউ বলে জঙ্গী!
কেউবা কাউকে বলে বিভৎস ঢঙ্গী!
কেউ দেয় অন্যকে চড়-থাপ্পর!
ফোঁস-ফোঁস করা দেখে কেউ বলে বর্বর!
কেউ বলে দেখে নেবো কয়দিন পর!
ঘুমাতে দেবো না তোকে, ভাঙ্গবোই ঘর!
রে রে করে তেড়ে আসে বনচর-
আরে আরে থামা ওকে, খামচে ধর!
সবকিছু হয়ে গেল যেন গড়বড়!
পড়ি-মরি করে কেউ ভয়ে মারে দৌড় !
হায়! হায়! আহা সে কি শোর!
মনে হয়, মনে তার শত ডিগ্রী জ্বর!