চেতনার বহ্নি শিখার শ্রেষ্ঠত্বের মুকুট হয়েই  
থাকার কথা ছিল প্রতিটি জনপদের বিষাণে,
তাঁরা কোথায়-কতদূরে আছে কি অবস্থায়?
কেউকি রাখে তাঁদের জীবন মানের খোঁজ?


বিজয় পতাকা উড়েছে, মোড়ল স্বপ্ন দেখছে
কথিত উপেক্ষিতরা সাফল্যের তুঙ্গে উঠেছে!
অথচ, ওরা সেখানেই আছে, যেখানে ছিল!
রেল লাইনের ধারের ছিন্ন-বিচ্ছিন্ন বস্তিতে!


যে কৃষকরা বুকে বুলেট নিয়ে চলে গেছেন
তাঁর সন্তানরা রিক্সার প্যাডেলে ঘাম ঝরায়!
অনেকে ভাঙ্গা পাত্র হাতে দাঁড়িয়েছে রাস্তায়!
কেউ সত্য বলার দায়ে আছে মর্ত্য নরকে!


কেউ বা কন্যাদায়গ্রস্ত, বাড়িয়েছে শূন্য হাত!
কারো সন্তান পাঠ চুকিয়ে দ্বারে দ্বারে ঘুরছে!
সেই যে মজদুরদের উৎসর্গিত প্রাণ! তাদের
বংশধরের জীবন কি পতাকার মত উড়ছে?


অথচ যারা ঘাতকদের পদলেহন করে করে
ষোলই ড়িসেম্বরেও ব্যস্ত ছিল, তাদের সন্তান
সেক্রেটারিয়েটের এসিরুমে আয়েশে হাসছে!
আর লাল-সবুজের সিপাহীরা তোষণ করছে!


অপূর্ব চেতনার স্বাধীনতার কি অনন্য রূপ!