সময়ের ব্যবধানে কতটা বেড়েছে দূরত্ব;
বদলে যাওনি! আগের মতই আছ মিত্র!
তোমাকে যতটুকু ভালবেসেছিলাম
বিনিময়ে তার বেশি পেয়েছিলাম।
অকারণে হয়ে গেছি তোমার আমি শত্রু!


সময় নেয়নি মেনে, তোমার আমার প্রেম
চাইনি তোমার কাছে, কখনো কোন হেম।
তবু হয়ে গেল সব এলোমেলো
রঙিন স্বপ্ন কেন মিছে হলো!
চাইনি তো রাজাসন, কভু চাইনি হেরেম।


তোমার কবিতা পড়ে সুখ-ছবি এঁকেছি
বিনিময়ে অবহেলে, দূরে দূরে রেখেছি।
তোমার ত্যাগটুকু কবিতায় লিখো
বিদায়ের স্মৃতিটুকু হৃদয়েই রেখো।
জানি আমি কথা দিয়ে সব ভুলে গেছি!


সময় ফুরিয়ে গেল! বেলা বাকি নাই;
সুখে থেকো প্রিয়জন, বিদায় জানাই।
মনোমাঝে কত ব্যথা দিয়েছি
বিনিময়ে ঢের প্রেম পেয়েছি!
পার যদি ক্ষমা করো, আর কি চাই!