বাতায়ন পাশে খুঁজি দু’টি চোখ বিকেলের মিঠা রোদে
সাঁঝের আঁধারে পিদিমের আলো নিভে যাবে কিছু বাদে,
জোছনার আলো রাতের আঁধার করে দেবে বিদূরিত
চাতকের মত বাতায়ন পথে চেয়ে রই অবিরত।


কবিতার মত চোখ দু’টি তার কিছু যেন খুঁজে ফিরে
ছন্দ দোলানো কেশগুলো তার ঢেউ খেলে ধীরে ধীরে,
মুচকি হাসির পিছনে রয়েছে আকাশের মত মন
বিনি সুতো দিয়ে গাঁথা যেন মালা নন্দিত কাশবন।


সুরের বাঁশরী ক্ষণে ক্ষণে টানে, চোখে চোখে কথা কয়
প্রিয় দু’টি চোখ দেখার আশায় পথ পানে চেয়ে রয়,
আর কত কাল লুকোচুরি খেলা নন্দিনী কিছু বলো
হৃদয়ের মাঝে বয়ে চলে ঝড় হারাই দু’জনে চলো।


সুজনে-কুজনে কত কথা বলে তোমাকে আমাকে নিয়ে
শেষ করি এসো কুৎসা-নিনাদ মিশে গিয়ে দু’টি হিয়ে।