রঙ-তামাশায় ডুবে আছি
খেয়াল খুশির দাস!
অহম দিয়ে দেয়াল তুলে
আবাদ করছি বাঁশ!


কখন কাহার পাছায় দিব
চিন্তায় থাকি খুব,
যখন চোখে ঝাপসা দেখি
আলগোছে দেই ডুব!


প্যালা ছাড়া ঘর টিকে না
বোলচালে ষোলআনা!
দুনিয়া জুড়ে প্রভুর তালাশ
না পেলে হই কানা!


যাদের টাকায় আব্রু বাঁচে
তাদের দিচ্ছি গালি!
লজ্জাশরম ত্যাগ করে পড়ি
চোখে কালো ঠুলি!