উঁচু উঁচু ইমারতগুলো যেমন মন ছুঁয়ে যায়
তেমনি চোখের পলকে, দৃষ্টিও কেড়ে নেয়!
সুদৃশ্য পিচঢালা পথে মুগ্ধ ছন্দে চলে গাড়ি
হৃদে ছড়িয়ে দিয়ে কল্পলোকের বর্নিল স্বপ্ন।
মাথার উপরের নীলাকাশে ডানা মেলা পাখি
মুক্তি আর স্বাসনের প্রতীক হয়ে উড়ে যায়!
নেচে উঠে মন বলে হায়! যদি এমন হতাম!
ভুলে যেতাম বেদনার ভাষা, ছুঁতাম আকাশ!
পথের পর পথ এসে বলে চলো এগিয়ে যাই;
মনে মনে আঁকি কত আল্পনা, সুখের নেশায়-
এলোমেলো হয়ে গিয়ে অবিরাম ভাষা হারাই!
ইচ্ছে করে প্রসন্নতার স্বাদ নেই! থমকে যাই!
কেউ যেন ডেকে বলে, বিলাসীদের হাটে নয়!
চলো ঐ দিগন্ত পেরিয়ে চিরমুক্তির দেশে যাই।