ইতিহাস চলে আপন গতিতে
চিনে না আপন পর!
স্বীয় ঘরও টুটবে মনে রেখ,
ভাঙ্গলে অন্যের ঘর।


গোলকধাঁধায় ঘুরপাক খাই,
বুঝি না কোনটা সত্য,
হঠকারী থেকে চলতে চলতে
ভুলি, কার কি মহত্ব!


তেলবাজিতে হয় তেলেস্মাতি!
অতি আপন হবার মন্ত্র,
ধড়িবাজ আর দেখবো কত
এবারে হয়ে যাও শান্ত।


আপন চিন্তা হতে পারে ভুল;
হতে হবে একদিন ক্লান্ত,
তার চেয়ে তো সেটাই উত্তম
সংযত হও, হও ক্ষান্ত।


রঙমহলের চাকচিক্যে থেকে
ভুলে গেছো স্রষ্টাকে!
সৃষ্টি রহস্য অস্বীকার করো?
এসো, মানি সত্যকে।