হাজার নদীর দেশটা আমার
নামটা বাংলাদেশ,
পানি বিহনে শুকিয়ে গিয়েছে
আর নেই অবশেষ!


বর্ষাকালের পানির জোয়ারে
ভাসিয়া যায় গ্রাম!
খরাতে হায়! কেউ বলে না
নদী এটার নাম!


পাহাড় চূড়ার পানির প্রবাহ
পাই না অবিরাম,
ভাটির দেশের মানুষ বলে
নেইরে কোন দাম!


জল অভাবে হয় না আবাদ
কৃষক করে কান্না!
তাই তো তারা কষ্টে করে
অসতদেরকে ঘেন্না!


খোদার কাছে নালিশ দিয়ে
মুখটি রাখে বন্ধ!
শীত-বসন্ত বোঝে না কেউ  
হারিয়ে সব ছন্দ!