আরণ্যকের অনুসারীরা ডেকে ডেকে বলে
সার্কাসে আছি! খুঁজোনা শোভনদের দলে!
বেহুদা জেলেরা মারছে মাছ অন্ধদের মত
বিপন্ন জমিনটা হচ্ছে, ভীষণ ক্ষত-বিক্ষত!


চমকে-চমকে চমকিত হই, সকাল-সাঁঝে!
কখনো শরম পাই, কারো বিদঘুটে সাজে!
তবুও তারা পায় না লজ্জা! হায় কি মেধা!
চলতে থাকবে এমন সার্কাস মাঝে মাঝে!


মহা-সমারোহে চলছে উপভোগ্য সার্কাস!
সেই সাথে চলছে মাফিয়াদের মহাউল্লাস!
সার্কাস হচ্ছেনা কোথায়! হায় কি বিলাস!
শিক্ষাঙ্গনও সেই সাথে, হচ্ছে ক্ষয়-বিনাশ!


মৃত্যু নিশ্চয় জেনে যারা গায় মুক্তির গান!
তারাই চিরস্মরণীয়, সময়ের সেরা সন্তান।
এসো সব কাতারবন্দী হয়ে তাদের সাথে,
সত্যকে শ্রদ্ধা করে লড়াই করি শুভ প্রাতে।