দানব রাজ্যে মানবের আহাজারি!
স্বপ্নহীন জীবনে নিরন্তর মহামারী!
স্তাবকের তরে আছে স্বর্গের শান্তি
আজাব-গজব কিংবা নেই ক্লান্তি।


বাকি জনগণ! অভাজন-অর্বাচীন!
দুঃখে-অশ্রুপাত, নির্ঘুম রাত্রিদিন!
হামাগুড়িতে জীবন চলে কর্মহীন!
দ্রোহীর বেঁচে থাকার আশা ক্ষীণ!


অবাক বিস্ময়ে দুঃস্থ চেয়ে দেখে-
নেই বুঝি পরিত্রাণ, মরে শোকে!
তবে কি প্রশান্তি, নেই ইহলোকে!
তাই তো হাসি নেই কারো মুখে!


কষ্টের পাহাড় ঠেলে মরে মানুষ!
প্রতারক আনন্দে, উড়ায় ফানুস!
দাম্ভিক রঙমহলে দেখায় জৌলুস,
মৃতপ্রায় অভাবীজনে হারায় হুঁশ!


ছন্দহারা আয়ুষ্কালে দেখে প্রহসন-
ভুলেই গেছে উত্তরণের ব্যাকরণ!
দুরন্ত তারুণ্য অভিশপ্ত-নেশাগ্রস্ত!
নালার কীটের মত ওরা নষ্ট-ভ্রষ্ট!