সত্যের পক্ষে যে বুক চিতিয়ে দাঁড়াতে পারে না,
তার মেধা কারো তরেই কোন কাজে আসে না।
সবই মরণশীল, কিন্তু সময় আল্লাহ ছাড়া কারো
তাবেদার নয়, বরং ইতিহাসের সাক্ষী হয়ে যায়।
আর যারা দিব্যধামে হারিয়ে যায় সুখের আশে;
সাথে স্বপ্নজাল বোনে রাজমহলে, বাসর গড়ার!
মোহের বশে শান্তি খোঁজে, পিশাচের আহবানে!
মুদ্রা খোঁজে কথার ফাঁকে! চায় আয়েসের স্বাদ!
রঙের ফানুস উড়িয়ে মানুষ, ছুঁবে পূর্ণিমার চাঁদ;
বুঝবি কবে তোরা সবে, সেসব দাসত্বের ফাঁদ!


সেই প্রকৃত দেশ প্রেমী যে দেশকে ভালোবাসে-
দেশ-জনতার বিপদে যারা, সর্বদা পাশে থাকে;
তারাই বিচক্ষণ, যারা অসহায়দের ভাষা বোঝে,
দেশের তরে যাদের দেহে রক্ত আর ঘাম ঝরে।