এ দেশ আমার মায়ার বাঁধন
ভুলে যাই বার বার,
এ দেশেই আমার জন্ম হয়েছে
তবু করি ছারখার!


এ মটির কোলে ঘুমিয়েছি কত
রাখিনি হিসেব তার,
এ দেশ কখনো বলেনি আমায়
রুদ্ধ তোমার দ্বার।


সবুজ বনানী দেয় হাতছানি
করে না অহংকার,
আকাশের নীলে ভাসছে চন্দ্র
আলো হাসে জোছনার।


চাঁদের বুড়ির কত কথা শুনি
দাদিমার পাশে বসে,
বুবুজান বলে বলিও না কথা
চুপি চুপি কাছে এসে।


রজনী যখন গভীর হয়েছে
চাঁদটা গিয়েছে হেলে,
দাদির চোখে আসিতেছে ঘুম
বলিতেছে এলেবেলে!


বুবুজান বলে আজ আর নয়
আবার শুনবো কাল,
আজকের মত ফুরিয়েছে কথা
টক, মিষ্টি, ঝাল।