ইতিহাসের নিগূঢ় থেকে যদি শেকড়ের
সন্ধান বের করে আনতে অসফল হই,
তবে, সে ব্যর্থতা কেবল স্বয়ং আমার;
স্রষ্টার ঘাড়ে চাপানো ভিত্তিহীন-অমূলক।


দেশপ্রেমের সংজ্ঞা ঢের শুনেছি-শিখেছি;
তাইতো বুঝেছি, দেশপ্রেম নির্ভেজাল নয়,
ব্যতীত সেই নিখাদ-অবিমিশ্র দেশপ্রেম,
যে দেশপ্রেম থাকে ঈমান দ্বারা সুরক্ষিত।
যার, সন্ধান পাবো শেকড়ের গভীরে।


মোহনায় না মিশে পথ চললে সমান্তরাল!
যাদের মাঝে রয় পুলসিরাতের ব্যবধান!
তারা সবাই কি আর হয় সত্যের সাধক!
কেউ না কেউ তো থাকে নির্ঘাত ভুল;
সবাই নয় দেশপ্রেমিক, কেউ থাকে খল!