দেশপ্রেম বিদেশ থেকে ক্রয় করা কোন লাড্ডু নয়।
নয়, রাজতন্ত্রের মন্ত্র বা পৈতৃক সূত্রে প্রাপ্ত সিংহাসন।
স্বদেশের প্রতি ইঞ্চি মাটির প্রতি মমতাই দেশপ্রেম!
দেশপ্রেম কিন্তু বস্তা-বস্তা টাকার সুঘ্রাণের নাম নয়;
নয়, ধনীদের দখলী স্বত্ব বা বংশ পরম্পরার অর্জন!
দুর্বিপাকে দেশ ও দশের পাশে দাঁড়ানোই দেশপ্রেম।
দেশপ্রেম এক পবিত্র অনুভব-আবেগ আর দুঃসাহস।
তাই, শত্রুর আগ্রাসন রুখতে ঢেলে দেয়া যায় খুন!


দেশপ্রেম আর দুর্নীতি পরস্পর বিপরীতমুখী চেতনা;
যে হৃদে লালিত হয় দেশপ্রেম, তা মেনে নেয় সত্য।
সেই খানে উড়ে না লুটেরাদের কোন বিজয় কেতন,
জনগণের আমানত যারা খেলানত করে নির্ভাবনায়!
মানুষের ভাগ্য নিয়ে খেলছে যারা অহরহ ছিনিমিনি!
সেই সত্তা দেশপ্রেমী নয়! তারা ভয়ানক দেশদ্রোহী!