হায় রে! হায়! এ কি শুনি
ভেসে আসে পতন ধ্বনি!
পাহাড়-পর্বত নাকি দিবে ডিগবাজি!
কোথায় গেলি অনি-মণি!
ধরা পড়লো চোরের খনি,
সবাই বলছে ওরা, বিশ্বসেরা পাজি!


শেষরক্ষা হলো না হারান!
যতই করুক কান্না পরান!
খানখান হবে তার সাজানো বাগান!
তারা নাকি ভীষণ ধীমান!
আছে ওদের অর্থ-বিমান!
থেকেও হবে না লাভ অস্ত্র-কামান!


যতই বানাক না স্বর্গযান!
কোমরে পড়ে যদি টান!
দাপাদাপি শেষে ওরা হারাবে জ্ঞান!
হয় তো বা হারাবে প্রাণ-
অথবা যতই করো ভান!
ভন্ডামী যতই করো ভাঙ্গবেই ধ্যান!