ছলে বলে কৌশলে
হতে চায় ধনী,
তাও চায় রাতারাতি!
যেন আছে খনি!


কেউ করে চুরিদারী
কেউ খায় ঘুষ,
নীতি-ক্ষতি ভাবে না রে
নেই কারও হুঁশ!


ক’দিন আগে নুনে-শাকে
কেটে যেত দিন,
বহুতলা বাড়ি আজ
তবু ছাড়া ঋণ!


বড় বড় কথা বলে
নেই কোন লাজ,
কথা শুনে মনে হয়
যেন যুবরাজ!


মাদকের তেজারতী
সাথে ঠিকাদারী,
ক্যাশ টাকা কাঁড়ি কাঁড়ি
আছে জমিদারী?


চাপাবাজী চাঁদাবাজী
সব কাজে সেরা,
বড় যারা জ্ঞাতি তারা
বাকি সবে ভেড়া!


সব কিছু দেখে শুনে
হয়ে গেছি বোবা!
সকলেই কচি খোকা
ওরা নাকি বাবা!


মুক্তিযুদ্ধে ওরা
যায় নাই কেউ!
দাবী করে জোরে-সোরে
আর সব ফেউ!


রাজনীতি করে বলে
লুটে নেয় মজা!
অন্যেরা মাঠে থেকে
ভোগ করে সাজা!


গোড়া থেকে আসে যত
হাজারো সুযোগ,
সকলের আগে ওরা
করে থাকে ভোগ!


দলে-বলে ঢের ভারী
করে বকা-বাজি!
আর সব ছোট লোক
ওরা নাকি কাজী!


মাতবরি করে ওরা
খেয়ে কমিশন,
নেতাদের চাটুকার
বেজায় ভীষণ!


কোন কাজে আগে নেই
করে কাল ক্ষেপণ!
কাজ শেষে এসে চায়
সুন্দর আসন!


এ ভাবেই কেটে যায়
ওদের জীবন,
নিত্য নতুন গড়ে
সুখের ভুবন!