আজ আর কবিতা নয়!
হাতড়ে বেড়াই মনের কোণে
কোথাও কোন ছন্দ নাই!
বৃষ্টি ভেজা অলস দিনে
তাই তো আমি ভাবছি বসে,
সাঁতরাবো আজ স্মৃতির পাথার
জীবন নদীর পাশে।


কাটুক বেলা ঘুমের ঘোরে,
উঠবো ঠিক আজ সন্ধ্যা বেলা!
যতই বাজুক ক্ষণের ঘন্টা-
দেখবো না আজ ক্রিকেট খেলা!
বন্ধ রেখে টিভির পর্দা
খাবো শুধু সেমাই-জর্দা-
তবু, ইচ্ছে পূরণ হোক।
নয় তো এটা জোক।


শোক ভেবো না, শোক ভেবো না
পন্ড হবে মনের বায়না,
সব কিছুকে দিয়ে ছুটি-
চালবো আজকে দাবার ঘুঁটি!
মরে মরুক, গজ বা কিস্তি
মন্ত্রী দিয়েই করবো মাত্।
বন্দী হবে রাজা তখন
সব হবে চিৎপাত!
মুষলধারে বৃষ্টি ঝরে!
খিচুড়ি খাবো পেটটি ভরে
আসলে মজার রাত।