আমি বোকা, যারে দিয়ে ধোঁকা, ঈমান হারায় ওরা!
অথচ লেবাসে, চেহারা ছুরতে, মনে হয় যেন সেরা!
ভাসিয়ে দিয়েছে জোয়ারে শরীর, করে না মরণ ভয়,
আপন মেধার জটিল প্রয়োগে সবই করে নেয় জয়!
অনুশোচনায় আলোকিত নয়, ধাবমান দম্ভের সাথে,
দ্বীধাহীন মনে, অসৎ বচনে, চলেছে ভ্রান্তিপূর্ণ পথে!
পরকাল ছেড়ে ইহকাল চায়, নিজেকে চালাক ভাবে,
মরণের পরে ভাবে কিছু নেই ! শূন্যে হারিয়ে যাবে!


এমন যাহার বিশ্বাস মনে, সে কি চায় কারো ভালো!
অহরহ তারা করে প্রতারণা, হৃদয়টা হয়েছে কালো!
দখলে রাখতেই সুখের সাগর, জালিয়াতি করে কত!
নিজের বিশুদ্ধতা করতে প্রমাণ, কারসাজি করে শত!
হায়রে মানুষ ! হয়েছে বেহুঁশ ! বসুধারে করে মায়া,
সময় মতই খুঁজে পাবে তুমি, মৃত্যুদূতের প্রতিচ্ছায়া!