সুযোগসন্ধানী পরজীবী ওরা চিরকাল!
সর্বদা ওরা নিজেদের স্বার্থে চালে চাল!
অপশক্তির দোসর হয়ে সাহস দেখায়!
তাই, সহজে নিজেদের আত্মা বিকায়!
মোটে-ওরা হতে পারে না স্বদেশ পন্থী;
দেশবিরোধীদের সঙ্গে বাঁধে ওরা গ্রন্থি!
বিগত প্রজন্মকে শিক্ষা দেয়-ইতিহাস!
যুদ্ধ করে যারা পূর্ণ করেছে অভিলাষ।
ওরা হেন-আত্মঘাতী! দুষ্টচক্রের দাস!
দেশ বিরোধী সংস্কৃতির করে যায় চাষ!
প্রতিহিংসার বলি হয় কত মুক্তিযোদ্ধা!
পূতি বাক্যে মন্দ বলো, না করে শ্রদ্ধা!
যেন-আগামী প্রজন্ম না হয় দেশভক্ত!
আগ্রাসকদের রুখতে, না বিলায় রক্ত!
সত্যটা না মেনে-খুলতে চায় নব খাতা
একাত্তরের কমান্ডারকেও বলে যা তা!
যার "অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা"
বইটি ভালবাসে, দেশপ্রেমিক জনতা।
ওরা কি প্রতিষ্ঠা করবে, জমিনে সত্য?
জানতেই হবে, কারাই বা ওদের মিত্র!