উত্তর বঙ্গের ছাওয়াল আমি
লোকে বলে বোকা!
ভাটির দেশে নেইরে জোয়ার
চলে নারে নৌকা!


পদ্মা-যমুনা আমিষের খনি;
মাছের ছিল রাজা,
বাঁধের কোপে শুকলো নদী
চরে জন্মে গাঁজা!


হাজার সনের নেই সে রীতি
পাই না আগের মজা,
অনেক কিছু হয় না আবাদ
নাইরে তিলের খাজা!


ক্ষীতিষ ঘোষের ক্ষীর নাইরে
নাইরে স্বাদের মাঠা!
বদলে গেছে পড়শীর চলন
হারিয়ে গেছে পিঠা!


এখন খাচ্ছি দিল্লীর লাড্ডু
নামটি হাওয়াই মিঠা,
নৌকা বাইচের নেই আনন্দ
চুলায় পুড়ছে বৈঠা!


যেই দিকে চাই লোকারণ্য
অকালে হয় বন্যা,
দালান কোঠায় ভরেছে দেশ
বাড়ছে তবু কান্না!